
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সাথে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও চাঁদপুরের ড্যাবের নেতা ডাঃ সৈয়দ আহমদ কাজল একান্ত ব্যক্তিগত সাক্ষাত করেছেন।
সাক্ষাতের সময় ডাঃ কাজল বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং দেশের বর্তমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন।
আলোচনার শেষে, ডাঃ কাজল অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে চাঁদপুর ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আমন্ত্রণ গ্রহণ করে ধন্যবাদ প্রদান করেন এবং সময় করে চাঁদপুরে আসার ইচ্ছা প্রকাশ করেন।