ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা মজলিশে শুরার সভাপতি মাকসুদুর, সেক্রেটারি সোহাগ

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) শহরের বিপনিবাগ ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সকাল থেকে দিনব্যাপী মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মজলিশে শুরার মতামতের ভিত্তিতে ২০২৫/২৬ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি কেএম ইয়াসিন রাসেদসানী ও সেক্রেটারি শাহ্জামাল গাজী সোহাগ।

মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এই কোন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করেছে। যেসব রাজনৈতিক দল স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের আন্দোলনে রাজপথে অংশগ্রহণ করেছে, তাদেরকে সাথে নিয়ে পীর সাহেব চরমোনাই একটি উন্নত সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। সে লক্ষ্যে সারাদেশে তরুণ নেতৃত্বের মাধ্যমে ইসলামী আন্দোলনকে পুনর্গঠন করা হচ্ছে।

আগামী দিনে বৈষম্যহীন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ ও মেধাবীদেরকে আমরা নেতৃত্বে আসতে চাই।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলনের সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা মজলিসে শুরার অধিবেশন দুই বছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়।

পরে ২০২৫/২৬ সেশনের নতুন কমিটির ঘোষণা করার জন্য সকল সদস্যদের ভিন্ন ভিন্ন ভাবে মতামত গ্রহণ করা হয়। এরপর মজলিসে শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি কেএম ইয়াসিন রাসেদসানী ও সেক্রেটারি শাহ্জামাল গাজী সোহাগ। পরে প্রধান অতিথি নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান।

সম্পর্কিত খবর