
বিশেষ প্রতিনিধি : চাঁদপুর শহরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র সিগারেটের গোডাউনে থাকা সিগারেট,নগদ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে,বুধবার (৫ জানুয়ারী) গভীর রাতে শহরের স্ট্র্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্স এর সহযোগী প্রতিষ্ঠান মেহেদী এন্টারপ্রাইজের গোডাউনে।
চোরচক্ররা রাতের আঁধারে পিকআপ গাড়ি নিয়ে এসে তালা কেটে নগদ ৮ লাক্ষ টাকা ও ২২ লাক্ষ টাকার আবুল খায়ের টোবাকো কোম্পানির মেরিজ, সানমুন, ব্যাক ডায়মন্ড, আবুল বিড়ি, ম্যাচ, এর কার্টুন চুরি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়।
চোরের দল পূর্ব পরিকল্পিতভাবে বুধবার রাত সাড়ে তিনটায় শহরের স্ট্যান্ড রোড এলাকায় এসে মেহেদী এন্টারপ্রাইজের গোডাউনের তালা কেটে ফেলে। পরে তারা প্রায় ৮ জন চোর মিলে ঘটনাস্থলে এসে চুরি ঘটনাটি সংগঠিত করেছে বলে ধারণা করছেন পুলিশ।
চুরির পূর্ব মুহূর্তে মেহেদী এন্টারপ্রাইজের সহযোগী ম্যানেজার ইউসুফের বাসার তৃতীয় তলায় দরজা আটকে দিয়ে নিচে চুরির ঘটনাটি ঘটায়।
খবর পেয়ে মেহেদী এন্টারপ্রাইজ এর ম্যানেজার মাহাতাব ঘটনাস্থলে ছুটে এসে তালা কাটা অবস্থায় গোডাউনের ভিতরে সব তছনছ দেখতে পায়।
এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক আওলাদ হোসেন ঘটনাস্থলে এসে তদন্ত করে ও গোডাউনের বাইরের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেন।
তবে চোরচক্ররা চুরির ঘটনা ঘটিয়ে মেহেদী এন্টারপ্রাইজের ভিতরে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
এদিকে বহিরাগত চোরের দল এর পূর্বেও এ এলাকার পিকআপ ভ্যান নিয়ে রাতের আঁধারে অনেক দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে বলে এলাকার ব্যবসায়ীরা জানান।