
স্টাফ রিপোর্টার : জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন স্কুলের এক হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করা হয়েছে।
গতকাল ( ৪ ফেব্রুয়ারি) সকালে শহরের আক্কাছ আলী , উত্তর শ্রীরামদী ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও আক্কাছ রেলওয়ে একাডেমীর ছাত্র ছাত্রীদের মাঝে এ সব শীত বস্ত্র বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, ইউএনও সৈকত জামিল চৌধুরী। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।