চাঁদপুরে ২মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১মাসের কারাদন্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর ডিএনসি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

৪ফেব্রুয়ারী (মঙ্গলবার) চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে চাঁদপুর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মো: রাসেল বেপারি (৩০), পিতা- মৃত শহিদ বেপারি, সাং-গুচ্ছগ্রাম আশ্রয়ন কেন্দ্র, চাঁদপুর সদর, চাঁদপুরকে ১২ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ইন্সপেক্টর মো: আহসান হাবিব প্রসিকিউসন রিপোর্ট দাখিল করে ম্যাজিস্ট্রেট মো:আসাদুজ্জাম সরকার মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

অপর অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম অনিক(২০), পিতা- আমিন মিয়া, সাং-উত্তর গুনরাজদি, চাঁদপুর সদর, চাঁদপুরকে ৫ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম গ্রেফতার করে।

এ বিষয়েও ইন্সপেক্টর মো: আহসান হাবিব প্রসিকিউশন রিপোর্ট দাখিল করে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

সম্পর্কিত খবর