
মহসিন হোসাইন : চাঁদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। শহিদের কথা স্মরণ করে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো কিভাবে সফলভাবে আমরা শহিদ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি সেই বিষয়ে আপনাদের কাছ থেকে মতামত গ্রহণ করা।
তিনি আরো বলেন, আমরা কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে দিনটিকে পালন করবো বলে প্রস্তুতি নিচ্ছি। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সরকারি কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের লোকজন ও সাধারণ শিক্ষার্থীরা যারা উপস্থিত রয়েছে, আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা এই কাজটি সম্পন্ন করতে চাই।
আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা দরকার আছে। আপনাদেরকে সাথে নিয়েই সমন্বয় করে দিনটি পালন করা হবে। আমার একার পক্ষে সম্ভব নয়। যেহেতু আপনারও যারা বিভিন্ন দাপ্তরিকগণ রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আপনারা জানেন, আমরা সবাই শহিদদের কাছে চির ঋণী।
চলেন, আমরা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য এগিয়ে আসি ও প্রস্তুত হই। আমি বিশ্বাস করি আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে আমরা সক্ষম হবো।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অ্যাড. সলিম উল্লাহ সেলিম সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও শুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা সহ অন্যান্যরা।
বক্তারা জেলা প্রশাসক’কে উদ্দেশ্য করে বলেন,আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই আপনার কর্ম-পরিকল্পনাকে সম্মতি জানাই। আমরা সব সময় আছি, থাকবো। যে কোনো ভালো কাজে আমরা সাথে আছি।
তারা বলেন, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আমরা রাজনৈতিক দলগুলো এবং স্ব স্ব প্রতিষ্ঠান নির্দিষ্ট নিয়মানুযায়ী যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালন করতে সর্বসম্মতিক্রমে একসাথে পাশে থেকে পালন করার আশ্বাস দেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর অতি: জেলা প্রশাসক (সার্বিক)মোস্তাফিজুর রহমান,চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরে আলম দীন,চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা এন.এস.আই যুগ্ম-পরিচালক আবু আব্দুল্লাহ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব:) শোয়াইব,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা তথ্য অফিসার- তপন বেপারী,
জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর জেলা কালচারাল অফিসার- দিতি সাহা, জেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক- মোঃ মোস্তাফিজুর রহমান সহ সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সহ সাধারণ শিক্ষার্থীরা।