চাঁদপুরে ডা.বেলায়েত হোসেনের রিরুদ্ধে রোগীর সাথে অসৎ আচরণের অভিযোগ!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ডাক্তার বেলায়েত হোসেনের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন প্রস্রাব জনিত সমস্যার কারণে মঙ্গলবার রাতে সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে।

এ সময় হাসপাতালের ডিউটি ডাক্তারের ১১৬ নাম্বার কক্ষে প্রবেশ করে রোগীর চেয়ারে গিয়ে বসেন। কিছুক্ষণ পর দুজন ইন্টার্ন চিকিৎসক নারী প্রবেশ করলে ডাক্তার বেলায়েত হোসেন রোগীর চেয়ার থেকা অধ্যক্ষ মোশারফ হোসেনকে উঠে যাওয়ার নির্দেশ দেয়।

এ সময় রোগীর চেয়ার থেকে কেন উঠবে প্রশ্ন করলে উত্তেজিত হয়ে ডাক্তার বেলায়েত হোসেন বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সাথে অসৎ আচরণ করতে থাকে এবং বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

রোগীদের সাথে খারাপ আচরণ করার কারণে প্রত্যক্ষদর্শীরা ডাক্তার বেলায়েত হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সদর হাসপাতাল থেকে এই ডাক্তারের অপসারণের দাবি জানান রোগীরা। এ সময় প্রত্যক্ষ দর্শীরা ঘটনাটি উপলব্ধি করে ডাক্তার বেলায়েত হোসেনকে শান্ত থাকার অনুরোধ করে। কিন্তু তিনি আর উত্তেজিত হয়ে খারাপ আচরণ করতে থাকে।

এর পূর্বে ফরিদগঞ্জের বাসিন্দা ডাক্তার বেলায়েত হোসেন চাঁদপুর সদর হাসপাতালে দায়িত্ব থাকাকালীন সময়ে অনেক অনিয়মের অভিযোগ উঠার কারণে তাকে হাসপাতাল থেকে বদলি করা হয়। কিন্তু আবারো ঘুরেফিরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বদলি হয়ে এসে অনিয়ম করতে থাকে।

এর পূর্বে রোগীদের সাথে খারাপ আচরণ করায় তার সাথে বেশ কয়েকবার রোগীর স্বজনদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। এই অভিযুক্ত ডাক্তার বেলায়েত হোসেনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে সদর হাসপাতাল থেকে অপসারণ করে রোগীদের সেবা নিশ্চিত করার দাবী জানান ভুক্তভোগীরা।

সম্পর্কিত খবর