
স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনালে পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়কে ১৯৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বিসিবির চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামিম ফারুকী, সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জয়নাল আবেদীন।
চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অংশ নেওয়া দু’ বিদ্যালয়ের খেলোয়াড়রা, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও অভিভাবক সহ দর্শকরা। প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জেলা সদরের চারটি বিদ্যালয়।
বিদ্যালয়গুলো হল পুরাণ বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও গণি মডেল উচ্চ বিদ্যালয়।