
মো:রানা সরকার / মহসিন হোসাইন : চাঁদপুর জেলা উন্নয়ন পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.) বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, চাঁদপুরে ইলিশের অনেক সুনাম রয়েছে, কিন্তু সেই পরিমাণ ইলিশের কোনো ভালো অবস্থান বা উন্নতি এবং মৎস প্রজনন ক্ষমতা এখন আর আগের মতো নেই এখানে।
তিনি আরো বলেন, চাঁদপুরকে একটি ট্যুরিস্ট স্পট জেলায় রুপান্তর করতে চাই। চাঁদপুরে উন্নয়ন মূলক ও জনগুরুত্বপূর্ণ তেমন কিছুই দেখা যাচ্ছেনা। তাই আপনাদেরকে আজকে এখানে ডেকে আনার মূল উদ্দেশ্য হলো এই চাঁদপুর’কে কিভাবে আরো সুন্দর করে উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়গুলো নিয়ে আপনাদের অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী সামনে এগিয়ে যাবো বলে আজকে বসা।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুর শহরে রিভার ভিউ নিয়ে কাজ করতে চাই, যদি আপনারা একমত থাকেন এবং সহমত পোষণ করেন। এসময় তিনি চাঁদপুর রিভার ভিউ নিয়ে একটি থ্রিডি ফুটেজ দেখান এবং সেখানে চাঁদপুরের পদ্মা,মেঘনা ও ডাকাতিয়া নদীকে ঘিরে মোলহেড থেকে শুরু করে লঞ্চ টার্মিনাল হয়ে আশেপাশের সাইডটি ইকোনোমিক একটি জোন হিসেবে আড়াই কোলোমিটার বিস্তৃত এই রিভার ভিউ তৈরির উদ্যোগ নিয়েছেন বলে জানান।
জেলা প্রশাসক বলেন, আমার চিন্তা করছি, এখানে যে প্রকল্পটি হবে, সেখানে থাকবে টুরিস্ট স্পট, লাইটিং, লাইফ ফিশ, পর্যটন কেন্দ্র, মুক্তমঞ্চ, কর্পোরেট এরিয়া, কমার্শিয়াল এরিয়াসহ একটি মানসম্মত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই জেলায়। জেলা প্রশাসক আরো বলেন, আমি চায়নাসহ কয়েকটি দেশের সাথে কথা বলেছি। আমরা এই পাবলিক স্পেসটাকে আরো সুন্দর করে, একটি প্লাটফর্ম তৈরি করতে চাই। তিনি বলেন, হাঁটার জন্য বিশেষ আকর্ষণীয় চাঁদপুর ডাক বাংলোর পিছন থেকে শুরু করে ডাকাতিয়া নদীর দু’পাড় ঘিরে একটি ওয়াক-ওয়ে (হাঁটার জায়গা) করার পরিকল্পনা করেছি এই প্রকল্পের আওতায়।
ডিসি বলেন, এছাড়াও জুলাই বিপ্লবকে ঘিরে ক্যাফে টুয়েন্টিফোর নামে একটি রিসোর্ট ও পার্ক থাকবে। চাঁদপুর যেহেতু তিন নদীর মোহনা, তাই এই বিষয়গুলো মোহনা কেন্দ্রীক করতে চাই। এছাড়াও চাঁদপুর বাস স্ট্যান্ড স্বর্ণখোলা থেকে ময়লার ডাম্পিং সরিয়ে নিতে চাই, শহরের বাইরে। চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য আরেকটি বাইপাস করার পরিকল্পনা করার চিন্তা করছি।
এই চাঁদপুরকে নিয়ে ভালো কিছু করার জন্য সকলের এগিয়ে আসতে হবে। আমার একার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদেরকে আজকে ডেকে নিয়ে বসার ব্যাবস্থা করেছি। আপনাদের জেলাতে এরকম উন্নয়ন প্রকল্প হবে, এটা সিউর থাকেন। আপনারা চাইলে এই রকম একটা শহর করতে পারেন।
তিনি বলেন, চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তাটিকে হাজীগঞ্জ পর্যন্ত উন্নীত করণ করা হবে। যেখানে একটি বাইরোড় থাকলে, ঢাকা টু চাঁদপুর আসা যাওয়ায় সময় লাগবে মাত্র দেড় ঘন্টা। আমি সড়ক ও জনপথ, রেল, পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ এবং এলজিইডি ও বিআইডব্লিউটিএ সহ সকলের সাথে কথা বলেছি। সকলের সহযোগিতা লাগবে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে হলে।
এছাড়াও তিনি বলেন, আমি রেল নিয়ে কথা বলেছি, তাদের সাথে কথাবার্তা হয়েছে আমার। একটি কমিউটার ট্রেনের ব্যাবস্থাও করা হবে। রেলের সম্পদ নিয়ে কোনো সমস্যা নেই। তবে, আপনারা চাঁদপুরবাসী চিন্তা করতে হবে, ভাবতে হবে চাঁদপুরের উন্নয়নের জন্য সকল প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করতে হবে।
প্রজেক্ট যে করতে চায়, তাকে ভাবতে হবে। চাঁদপুরে অর্থনৈতিক জোন হিসেবে তৈরি হোক, এটাই আমি চাই।
আপনাদের মতামতের ভিত্তিতে এগুলো তৈরি হবে। একটি সুন্দর নগরায়ন তৈরি হবে, অর্থনৈতিক কাঠামো তৈরি হবে। এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে, চাঁদপুর একটি সম্পূর্ন টুরিস্ট বান্ধব পরিবেশ হবে বলে আমি বিশ্বাস করি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত,
সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সহ-সভাপতি সাংবাদিক আলম পলাশ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেন ,চাঁদপুর বারের সভাপতি- অ্যাড. জহির উদ্দিন বাবু, চাঁদপুর জজকোর্টের নারী পিপি অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব:) শোয়াইব,
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াসি উদ্দিন আহমেদ, জেলা এলজিইডি প্রকৌশলী-মোঃ আহসান কবির,
এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, শিক্ষার্থী- মুজাহিদ সিহাব ও রাহাদ। এসময় বক্তারা চাঁদপুর শহরের উন্নয়ন মূলক,যেমন রাস্তাঘাটের প্রসারন বাড়ানো, রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন কাজের এবং জেলা উন্নয়ন প্রকল্পের সার্বিক বিষয়ে তাদের নিজস্ব মতামত ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা- মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি- তমাল ঘোষ বিআইডব্লিউটিএ উপ-পরিচালক বশির আহমেদ, পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার তপন বেপারী,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী কর্মকর্তা আবু মূসা ফয়সালসহ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল আলম, ইশরাত জাহান। এছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন, সকল বিভাগীয় কর্মকর্তা, সুধীজন, চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দরা।