চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.) চাঁদপুর সদর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুরাণবাজারের শ্রীরামদিতে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কিশোর গ্যাং সদস্য মোঃ বাপ্পি, মোঃ টিটু, এবং ওদুদ-এর বাসা তল্লাশি করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর