
স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠনকল্পে আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে দক্ষিন হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল গাজীর সভাপতিত্বে ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডঃ তাফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মাসুদ রায়হান, জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিকুর রহমান ভুঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল খান, যুবদলের সাধরনা সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, মৈশাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
সম্মেলনে সকলের সম্মতিক্রমে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে সাবেক ইউপি মেম্বার মোঃ বিল্লাল হোসেন গাজী, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান গাজী এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে মোঃ জসিম পাটওয়ারীর, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন হানু গাজীকে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের ভোটে নির্বাচিত করা হয়।