কচুয়ার সহদেবপুর গ্রামে দুই সন্তানকে রেখে প্রবাসীর স্ত্রী উধাও!

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে পাঠিয়ে প্রবাসী স্বামীর নগদ অর্থ হাতিয়ে নিয়ে রুনা আক্তার (২৮) নামে এক গৃহবধু উধাও হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় গৃহবধূর শশুর বাবুল মিয়া বাদী হয়ে ১৩ ডিসেম্বর রুনা আক্তারের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ইসলামি শরিয়া মোতাবেক একই উপজেলার মালচোঁয়া গ্রামের শাহাজাহান সরকারের মেয়ে রুনা আক্তারের সাথে সহদেবপুর গ্রামের বাদীর পুত্র বর্তমানে সৌদি প্রবাসী হাসানের সাথে বিয়ে হয়।

বিয়ের পর তাদের গৃহে ইসরাত জাহান (১১) ও তাজিম হোসেন (৬) নামের ২টি সন্তান রয়েছে। জীবনের কর্মের তাগিদে হাসান প্রবাসে চলে যাওয়ার সুবাদে গত ১২ ডিসেম্বর রুনা আক্তার তার বাবার বাড়ি মালচোঁয়া গ্রামে মাহফিলে যাওয়ার কথা বলে তার ২ ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যায়। পরে তার বাবার বাড়িতে না গিয়ে সন্তানদের তার নানির কাছে রেখে পালাখাল বাজারে ডাক্তার দেখানোর নাম করে উধাও হয়ে যায়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায়, রুনা আক্তার জনৈক প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায় বলে গুঞ্জন উঠে বলে তার প্রবাসী স্বামী দাবি করেন।

পরবর্তীতে রুনা আক্তারের বাবা শাহাজান সরকার তার মেয়েকে খুজেঁ পাওয়া যায়নি দাবী করে ১৪ ডিসেম্বর নিখোঁজের ২দিন পর কচুয়া থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করে। যার নং-৭০৭, তারিখ: ১৪-১২-২০২৪। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ওই ঘটনাকে তদন্তে আসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কচুয়া থানার এসআই মো. শাহজাহান। পরে তিনি রুনা আক্তারের বাবার বাড়ি মালচোঁয়া ও শশুর বাড়ি সহদেবপুর গ্রামে গিয়ে উভয়ের সাথে কথা বলেন। এসময় তার বাবা শাহাজাহান সরকারকে তার মেয়েকে খুজেঁ বের করার নির্দেশনা প্রদান করেন।

রুনা আক্তারের কন্যা ইসরাত জাহান ও পুত্র তাজিম হোসেন বলেন, ঘটনার দিন আমার মা আমাদের ১৫ শত টাকা হাতে দিয়ে নানুর বাড়িতে যেতে বলে ডাক্তারের কাছে যাবে বলে আর বাড়ি ফিরে আসেনি।

গৃহবধূ রুনা আক্তার তার বিরুদ্ধে স্বামীর টাকা পয়সা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘আমি স্বামী ও শশুর পক্ষের নির্যাতন সইতে না পেরে অভিমান করে ঢাকার শ্যামপুরে ভাইয়ের বাসায় চলে যাই। পরবর্তীতে থানায় অভিযোগের খবর পেয়ে ৫দিন পর বাবার বাড়ি চলে আসি এবং এখনো বাবার বাড়িতেই আছি।

তবে স্বামীর সংসারে ফিরেরনি কেন, জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এ নিয়ে থানায় অভিযোগ রয়েছে, বর্তমানে স্বামীর বাড়িতে ফিরতে চাইনা। আইনিভাবে যা হবে, তা মেনে নেবো।’

সম্পর্কিত খবর