বাবুরহাট-শাহতলী সড়কের পাশে খাল অবৈধভাবে দখল করেন ইয়াছিন গাজী !

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন জায়গা বাবুরহাট-শাহতলী সড়কের পাশে খাল দখল করেছে অবৈধ দখলদার ইয়াছিন গাজী। তার পিতা-আবুল কালাম গাজী, সাং-আশিকাটি (তারাগাজী প্রধানীয়া বাড়ি)। এর ফলে উক্ত খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ হওয়ার পথে । এতে করে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ ।

২ফেব্রুয়ারী (রবিবার) সরেজমিনে গিয়ে দেখা যায় চাঁদপুর জেলা পরিষদের খাল দখল করে দোকান নির্মান করেছেন অবৈধ দখলদার ইয়াছিন গাজী।

গতকাল চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের নির্দেশে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ও সার্ভেয়ার নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ও সার্ভেয়ার নাছির উদ্দিন জানান, আমরা পরিদর্শন করে জেলা পরিষদের খাল দখলের সত্যতা পেয়েছি। দু-একদিনের মধ্যে উক্ত খাল দখলমুক্ত করতে জেলা পরিষদ থেকে অবৈধ দখলদার ইয়াছিন গাজীকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হবে।

দখলকৃত ভুমির তফসিল, চাঁদপুর সদর উপজেলা,৫৩নং আশিকাটি মৌজা, খতিয়ান নং-বিএস ২,দাগ নং-১৯৫৬,১৯৫৭।

স্থানীয়রা জানান ক্ষমতার অপব্যবহার করে চাঁদপুর জেলা পরিষদের খাল দখল করেছে দখলদার ইয়াছিন গাজী।

সম্পর্কিত খবর