
স্টাফ রিপোর্টার: চাঁদপুর গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের ডিএম উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক নেয়ামত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর শহর সমাজসেবা কর্মকর্তা অনুপ মন্ডল, ফাউন্ডেশনের সদস্য রওশন আরা, আনোয়ার হোসেন বাবলু, ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন।
তারুণ্যের উৎসব পহেলা ফেব্রুয়ারি ২০২৫ সকালে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে, ২০২৪ সালে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
তন্মধ্যে ট্যালেন্টপুলে ৩০ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন ও বিশেষ বিবেচনায় ২৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বৃত্তিপ্রাপ্ত হন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবী শিক্ষার্থীরা অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের কাছ থেকে ক্রেস্ট, সনদ, প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ গ্রহণ করেন।