শাহতলী কামিল মাদরাসা মসজিদ কমিটির সভাপতি হলেন সাংবাদিক সোহেল রুশদী

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারস্থ মরহুম ছমিরউদ্দিন কারী ওয়াকফ্ এস্টেট (ইসি নং ১৬৫১৬) কতৃর্ক অনুমোদিত শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন ওয়াকফ কমিটির সভাপতি, শাহতলী কামিল মাদরাসার দাতা সদস্য , দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।

বৃহস্পতিবার (২৩জানুয়ারী) দুপুরে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে এক সভায় শাহতলী কামিল মাদরাসার মসজিদ পরিচালনার জন্য ১৯ সদস্য বিশিষ্ট শক্তিশালী পরিচালনা কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সভায় ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে হাজী ছমির উদ্দিন কারী ওয়াকফ এস্টেট এর সভাপতি সাংবাদিক সোহেল রুশদীকে সভাপতি , সমাজসেবক মো: খায়রুল বাশারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনকে সহ-সভাপতি ও হাজী ছমির উদ্দিন কারী ওয়াকফ্ এস্টেট এর মোতাওয়াল্লী আঃ বারেক কারীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: শাহতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, শাহতলী বাজারের ব্যবসায়ী মাওলানা আব্দুল ওয়াদুদ কারী, বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, মাদরাসা গভনিং বডির প্রাক্তন সদস্য মাওলানা হানিফ খান, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আব্দুর রশিদ খান,

সমাজসেবক মো: সফিক কারী, শাহতলী বাজার ব্যবসায়ী আ: আজিজ মিজি,শাহতলী বাজারের ব্যবসায়ী মো: জরুল হক নুরু গাজী, শাহতলী বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন মাল, শাহতলী বাজারের ব্যবসায়ী আমির গাজী, ব্যবসায়ী মো: আক্তার হোসেন, মো: শরীফ খান, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: রিপন মিজি, আবুল কালাম আজাদ গাজী।

একই সময় সভায় ১৩সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়। উপদেষ্টারা হলেন, আলহাজ্ব আবু তাহের খান, আলহাজ্ব আবুল কাসেম মো: হোসাইন সিদ্দিকী, কমান্ডার আবুল কালাম মো: শামছুল আলম চিশতী, শেখ মনির হোসেন (বাবুল), মো: জাকির খান, মো: আমির খান, হাফেজ মো: জাকির হোসাইন তপাদার, মজিবুর রহমান (বাবুল) কারী, ডা: সালাহ উদ্দিন, মো: নুরুজ্জামান মুন্সি, মো: দুলাল কারী, মো: জসীম গাজী, মো: বাবুল ভূইয়া ভুট্টু।

গত ৩১জানুয়ারী (শুক্রবার) জুমার নামাজের পর উক্ত কমিটি মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ ও শাহতলী কামিল মাদরাসা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় উপস্থিত মুসল্লীগণ নবাগত কমিটিকে স্বাগত জানান।

সম্পর্কিত খবর