চাঁদপুরপূর্ব শাহতলীতে ওয়াজ মাহফিলে মুনাজাতরত মুফতি আমির হামজা চাঁদপুর খবর ডেস্ক — ফেব্রুয়ারি ১, ২০২৫comments off গতকাল চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া।