চাঁদপুরে মাদকসহ নারী অন্য মামলায় গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের অভিযানে মাদকসহ নারী এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়ন বিষ্ণুপুর গ্রাম থেকে আবু তাহের প্রধানিয়ার স্ত্রী আসামী হালিমা আক্তার (৩২) কে ৪ কেজি সহ গ্রেফতার করা হয়।

একই দিন ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাদ্দাম হোসেন ও মো. আলমগীরকে গ্রেপ্তার করে।

অপরদিকে কচুয়া থানা পুলিশ থানার বিভিন্ন এলাকা হতে গ্রেফতারী অভিযানে সিআর মামলার আসামী শিখা ও কামাল হোসেনকে গ্রেপ্তার করেন। এছাড়াও হাইমচর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রাসেল (৪০) ও মোঃ শফিকুল ইসলাম প্রঃ বাদশা (৩২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা পুলিশ জানায়।

সম্পর্কিত খবর