
মহসিন হোসাইন: চাঁদপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দু’দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ কর্মশালার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন এর পূর্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও অনুষ্ঠানের সভাপতি শাখাওয়াত জামিল সৈকত ও পল্লী সঞ্চয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।
চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আজকের এই পল্লী সঞ্চয় ব্যাংক, এটি শুরুতেই ‘একটি বাড়ি একটি খামার’ দিয়ে শুরু হয়েছিল। আপনাদের মধ্যে মাঠকর্মী ও অফিসারসহ যারা এই প্রকল্পের শুরু থেকে ছিলেন, তারা প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন বিগত দিনগুলোতে এবং অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হয়েছিল।
এরপর আসলো ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প। পরবর্তীতে একপর্যায়ে এসে এটি পল্লী সঞ্চয় ব্যাংকে রুপ নিল। আপনাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল, এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের শ্রম, মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আজকের এই পল্লী সঞ্চয় ব্যাংক হিসেবে দাঁড় করানো। অনেক পত্রিকায় নিউজ হয়েছিলো এই পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ে।আপনারা সেই চ্যলেঞ্জ ধরে রেখে আজ পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন। আপনাদের কর্মদক্ষতা সেটাই প্রমাণ করে।
আপনারা অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা যে যেভাবেই নিয়োগ পেয়েছেন, কিন্তু কেউ কম যোগ্যতা নিয়ে এখানে কাজ করতে আসেননি। সবাই ভালো যোগ্যতা নিয়েই এখানে আসছেন। আপনি যদি মনে করেন, আপনি পেশাদারিত্ব হিসেবে এই পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে কাজ করবেন, তাহলে সেটা একান্তই আপনার নিজস্ব এবং না করলেও আপনার ব্যাপার।
তবে যাদের সেই জ্ঞান আছে, যারা পেশাদারিত্ব নিয়ে কাজ করে, তারা অবশ্যই এখানে তার পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবেন। পেশাদারিত্ব না থাকায় অনেক প্রতিষ্ঠান গত হয়ে গিয়েছে। উদাহরণ দিয়ে ডিসি বলেন, আপনারা পুরনো টেলিটক সিমের কথা বলেন, নকেয়া ফোনের কথা বলেন, ঐ সকল প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পেশাদারিত্বের ঘাটতি থাকায় প্রতিষ্ঠানগুলো উঠে দাঁড়াতে পারেনি।
তিনি আরো বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকটি কিভাবে আসছে, কোথায় ছিল এবং এই ব্যাংককে কোথায় নিয়ে যাবেন, সেটি নির্ভর করবে আপনাদের পেশাদারিত্বের, আপনাদের সততার এবং আপনাদের কর্মদক্ষতার উপর নির্ভর করবে। অবশ্যই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।
আপনারা এই দুইদিনের যে ট্রেনিং রয়েছে, সেখান থেকে অবশ্যই ভালো কিছু শিখবেন, আরো দক্ষ হয়ে এই পল্লী সঞ্চয় ব্যাংকের আরো ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের দেওয়া তথ্যমতে জানা যায়, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি ২০০৯ সালের জুলাই মাসে শুরু হয়ে পরবর্তীতে যা “আমার বাড়ী আমার খামার” প্রকল্প নামে নামকরণ করা হয়। ২০১৪ সালের ৭নং আইনের বলে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ব্যাংক ও প্রকল্প যুগপতভাবে পরিচালিত হয়ে ৩০.০৬.২০২১ তারিখে প্রকল্প বন্ধ হয়ে যায়। প্রকল্পের সমুদয় সম্পদ ও দায় নিয়ে ০১.০৭.২০২১ তারিখ হতে পল্লী সঞ্চয় ব্যাংক এককভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এই ব্যাংকে কর্মরত জনবল সংখ্যা প্রায় ১০,৪০০ জন। এই বিপুল সংখ্যক জনবলকে দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। সেই লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক দেশব্যাপী এক যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মাদ শরীয়ত উল্লাহ সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত।
এছাড়াও উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ঢাকা প্রধান কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষক সিনিয়র প্রন্সিপাল অফিসার- মোহাম্মদ আব্দুল্লাহ আল সাকিব,পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়,সিনিয়র অফিসার-খোকন মিয়া।
আরো উপস্থিত ছিলেন-পল্লী সঞ্চয় ব্যাংকের চাঁদপুর সদর উপজেলার শাখা ব্যবস্থাপক- মোঃ জিল্লুর রহমান, মতলব উত্তর উপজেলা শাখা ব্যবস্থাপক- মোঃ আতিকুর রহমান, হাইমচর উপজেলা শাখা ব্যবস্থাপক- মোঃ আব্দুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা শাখা ব্যবস্থাপক- ফারহানা আক্তার, চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ ও মতলব উত্তর এর জুনিয়র অফিসার (মাঠ),কম্পিউটার অপারেটর, মাঠ সহায়ক, ক্যাশ সহায়ক সহ অন্যান্যরা।
দু’দিনের এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার আজকের প্রথম দিনে কর্মশালায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর এবং ফরিদগঞ্জ উপজেলা এবং বাকি চার উপজেলা মতলব দক্ষিণ,শাহরাস্তি, হাজিগঞ্জ এবং কচুয়া উপজেলার কর্মশালা আজ দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন-ফরিদগঞ্জ মাঠ সহকারী- জয়নাল আবেদিন ও গীতা পাঠ করেন চাঁদপুর সদর শাখার মাঠ সহকারী মিল্টন চক্রবর্তী।