চাঁদপুর জেলা পুলিশের আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুর খবর রির্পোটঃ চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর পুনাকের সভানেত্রী নাফিয়া নাজমিন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, এপিবিএন ঢাকার পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এবং চাঁদপুর পুনাকের সাবেক সহ সভানেত্রী পূজা দাশ।

ফাইনাল ম্যাচে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের খেলোয়াড়রা প্রতিযোগিতা করেন। খেলায় প্রতিযোগীরা দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করেন।

এসময় কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু এর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম সহ অতিথিবৃন্দগন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর