মতলবে মায়ের জানাজার সময় ছেলের করুন মৃত্যু : এক সাথে জানাজা ও দাফন

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজার সময় ইয়াছিন প্রধান (৬২) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। পরে বিলম্ব করে রাতে মা ও ছেলেকে একই সঙ্গে দাফন করা হয়।

এর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শেষ বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামের প্রধানিয়া বাড়িতে।

বিষয়টি নিশ্চিত করেন নিহত ইয়াছিন প্রধানের ছোট ভাই মো. বাবর আরিফ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। তার মায়ের মৃত্যুতে চার ভাই, তিন বোনসহ আত্মীয়-স্বজন সবাই তাদের বাড়িতে আসেন। মায়ের মৃত্যুতে খুব কান্নাকাটিও করেছিলেন ইয়াছিন প্রধান।

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে আছরের নামাজের পরে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তেই স্ট্রোক করেন ইয়াছি। দ্রুত তাকে সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন প্রধানের মৃত্যুতে তার মায়ের জানাজার নামাজ পড়তে আসা লোকজন ও আত্মীয়স্বজন হতভম্ব হয়ে পড়েন। এরপর এশার নামাজের পর মা-ছেলের জানাজা নামাজ একর সাথে হয়। পরে পারিবারিক কবরস্থানে মা ও ছেলের দাফন করা হয়।

ইয়াছিন প্রধানের একমাত্র ছেলে সায়মন হোসেন লাদেন বলেন, আমার বাবা আমার দাদিকে খুব ভালোবাসতেন এবং আমার দাদির সেবাযত্ন করতেন। সকালে দাদি মারা গেলে বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পরে সবাই দাদির জানাজার জন্য একত্রিত হলে বাবার স্ট্রোক করেন । এ অবস্থায় হাসপাতাল নেওয়ার পর ডাক্তাররা বাবাকে মৃত ঘোষণা করে।

ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি শুনে খুব খারাপ লাগছে। ইয়াসিন প্রধানের ছোট ভাই বাবর আরিফ দীর্ঘদিন ধরে সমাজের দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন।

সম্পর্কিত খবর