মতলবে উষার স্পোটিং ক্লাবের কর্যালয়ে হামলা ও ভাংচুর

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিনে ঐতিয্যবাহী উষার স্পোটিং ক্লাবের অস্থায়ী কা্র্যালয়ে হালমা ভাংচুর ও লুটপাটে ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

সরজমিনে জানাযায় মতলব নিউ হোস্টেল মাঠ সংলগ্ন উষার স্পোটিং ক্লাবের অস্থায়ী কর্যালয়ে গত ২৩ জানুয়ারী রাতে ৮টার সময় একটি সঙ্ঘবদ্ধ দল এই হামলা চালিয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ ।

তারা এ সময় ক্লাবের দরজা ভেংগে আসবাপত্র ভাংচুর ও মুল্যবাল মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়াও নিউ হোস্টল মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্যাভিলিয়ন ও প্যান্ডেল ভাঙচুর করে ।

এ ঘটনায় উষার স্পোটিং ক্লাবে ক্লাবের কোষাধক্ষ্য মাহবুব বাদী হয়ে শাকিল, সৌরভ, মাহিন, হাসিবুল হাসান, রিফাত হাসান, ইমন, হাবিবুর রহমান সহ আরো অজ্ঞাত ২০-২৫ জন বিরুদ্ধে থানায় অভিযোগ করেন । এই ঘটনায় ঊষার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড় সমর্থকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে অভিযুক্ত শকিল জানান ঘটনার সময় আমরা কেউ ছিলামনা তারা নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমাদের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে । তবে টুর্নামেন্টি একটি খেলায় আম্পেয়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে ওই খেলার ঘটনায় আমরা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও থানার ওসি সালেহ আহাম্মদের কাথে অভিযোগ দিয়েছি।

মতলব দক্ষিন থানায় অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন এ ঘটনায় আমি অভিযোগ পেয়েছি বিষটি তদন্ত করে ব্যাবস্থা নেব ।

সম্পর্কিত খবর