
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি হামিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবগঠিত কার্যকরী কমিটির নেতারা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিচারপতি চাঁদপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ( মেহেদী হাসানের) নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ ) মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ,
সিনিয়র আইনজীবী অ্যাড. শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মনজুর চৌধুরী, কমিটির সদস্য অ্যাড. কামাল হোসেন, অ্যাড. মুসলিম মিয়াজী, অ্যাড. সানজিদা হাসান সানি, অ্যাড.মহিউদ্দিন আহমেদ ফাহাদ, অ্যাড. তানভীর আহমেদ মামুন।